মোঃ ইব্রাহিম হোসেনঃ আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৫ রোজ শুক্রবার পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, রাজধানী মোহাম্মদপুর টাউন হল সুপার মার্কেট লিটন মাস্টার টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবক ও দানশীল ব্যক্তি মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার)।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) খাস খবর বাংলাদেশ প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার) বলেন, পবিত্র শবেবরাত মুসলমানদের জন্য মহিমান্বিত ও বরকতময় এক রজনী।
তিনি বলেন, মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত আমাদের মাঝে সমাগত। মানব জাতিকে এই পবিত্র রজনী আল্লাহ তা’য়ালার বিশেষ অনুগ্রহ ও ক্ষমা লাভের অপার সুযোগ এনে দেয়। নফল রোজার পাশাপাশি আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের লক্ষ্যে সারারাত জেগে ইবাদত-বন্দেগি করেন মুসলমানরা। শবেবরাতের এই পবিত্র রজনীতে মহান আল্লাহর দরবারে অশেষ রহমত ও বরকত কামনার পাশাপাশি দেশবাসীর প্রতি অব্যাহত অগ্রগতি, কল্যাণ কামনা করেন মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার)।
মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাষ্টার) বলেন, ‘এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি, মহান রাব্বুল আলামীনের নিকট সেজন্য রহমত ভিক্ষা চাইছি। পবিত্র লাইলাতুল বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দেশবাসীকে আহ্বান জানাই।’