খাস খবর বাংলাদেশ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আজ ৯ জুলাই ২০২১ রোজ শুক্রবার দুপুর ১টার দিকে গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের উপপরিচালক দেবাসীস রঞ্জন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কর্ণগোপ এলাকায় ওই কারখানায় আগুন লাগে। সে সময় আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১৪টি ইউনিট কাজ করছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ৬ তলা ভবন জুড়ে খুব দ্রুত ছড়িয়ে পরে। তখন ভবনের বিভিন্ন তলায় কর্মচারী ও কর্মকর্তারা আটকা পড়ে। কেউ কেউ প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়। এখনও ভবনটিতে ৭০ থেকে ৮০ জন শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের স্বজনরা জানান, সন্ধ্যারপর থেকে কারো সাথে কোন যোগাযোগ নেই।
এখন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। কিন্তু বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের উপপরিচালক দেবাসীস রঞ্জন।