খাস খবর বাংলাদেশঃ দেশে ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন। আর নতুন করে এ ভাইরাসে মারা গেছেন ২১৫ জন। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ২৩ হাজার ৬১৩ জন।
আজ ১২ আগস্ট ২০২১ রোজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ।
এর আগে বুধবার দেশে করোনা শনাক্ত হয় ১০ হাজার ৪২০ জনের। আর করোনায় মারা যান ২৩৭ জন।