December 22, 2024, 2:34 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

দেশের সার্বিক পরিস্থিতির মধ্য জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Wednesday, November 27, 2024
  • 30 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ দেশের সার্বিক পরিস্থিতির মধ্য জাতীয় ঐক্য ধরে রাখতে সকলকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ ২৭ নভেম্বর ২০২৪ রোজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন বিএনপির নেতারা। ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার যে চক্রান্ত করছে সে ব্যাপারে ব্যবস্থা নিতেও ড. ইউনূসকে আহ্বান জানায় দলটি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সবাইকে শান্ত থাকার পাশাপাশি জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টাও ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, স্ট্যাবিলিটির ক্ষেত্রে সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।’

এদিকে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশের বর্তমান পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। ‘সাম্প্রতিককালে যে উদ্ভুত পরিস্থিতি, বিশেষ করে গত কয়েকদিন ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা দলের পক্ষ থেকে আমাদের উদ্বেগের কথা তাকে জানিয়েছি।’

এর আগে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মির্জা ফখরুলের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসেন তারা। বৈঠকে অংশ নেওয়া অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102