নিজস্ব প্রতিবেদকঃ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, 'দেশের অধিকাংশ মানুষ এখন জুলাই অভ্যুত্থান এবং এর সঙ্গে সম্পর্কিত ঘটনাগুলি ভুলে যেতে বসেছে, তাই খুনিদের নামে মিছিল ও স্লোগান এখনও হচ্ছে।'
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, 'আমরা প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন বিভাগে যাই এবং শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করি। প্রায় চার থেকে সাড়ে চার মাস পরেও যখন কোনো শহিদের বাবা বা গর্বিত মা আমাদের তাদের সন্তানের রক্তাক্ত লাশের ছবি দেখান, তখন আমরা ১৮, ১৯, ২০ জুলাইয়ে ফিরে যাই। ৩, ৪, ৫ আগস্টেও ফিরে যাই।'
তিনি আরও বলেন, 'কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, অধিকাংশ মানুষ এখন ৫ জুন থেকে ৫ আগস্টের সময়টা ভুলে যেতে বসেছে।' ২৪ বছরের চেতনাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে এবং ব্যক্তিগত স্বার্থের খেয়াল রেখে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। হাসিনা নিজের বাড়ি যাওয়ার জন্য এক্সপ্রেসওয়ে তৈরি করলেও উত্তরবঙ্গের রাস্তা উন্নয়ন হয়নি।