মোঃ ইসমাইল হোসেনঃ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, যশোর এম এম কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা কামরুল হাসান।
আজ ১৪ এপ্রিল ২০২৫ রোজ সোমবার এক শুভেচ্ছাবার্তায় তিনি দেশবাসীকে এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় কামরুল হাসান বলেন, “নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা। বিগত বছরের সব দুঃখ-কষ্ট, হতাশা ও প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা যেন একটি সুন্দর, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে পারি এই হোক আমাদের অঙ্গীকার।”
তিনি আরো বলেন, “দেশবাসীর গণতান্ত্রিক অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ। নতুন বছরে জনগণের অধিকার আদায়ে আমরা আরও দৃঢ়ভাবে কাজ করে যাবো। সকল বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে চলাই হোক নতুন বছরের মূল প্রেরণা।”
কামরুল হাসান দেশবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন, ১৪৩২ বঙ্গাব্দ হবে আশার আলোয় ভরা একটি নতুন অধ্যায়।