খাস খবর বাংলাদেশ ডেস্কঃ অবশেষে আন্তর্জাতিক ট্রফি উঠছে মেসির হাতে। অ্যাঞ্জেল ডি’মারিয়ার বিশ্বমানের গোলে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হল মেসির আর্জেন্টিনা। বন্ধুর দৌলতে অবশেষে আর্জেন্টিনার হয়ে ট্রফির খরা কাটালেন মেসি। পূর্ণতা পেল ‘ফুটবল ঈশ্বরে’র কেরিয়ার। এই নিয়ে ১৫ বার কোপা চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। উরুগুয়ের পাশাপাশি কোপার সবচেয়ে সফল দল তাঁরাই।
আজ ১১ জুলাই ২০২১ রোজ রবিবার মারাকানায় ম্যাচের শুরুটা তেমন ঝাঁকজমক হয়নি। খেলাও তেমন দৃষ্টিনন্দন হচ্ছিল না। কিন্তু সবকিছু বদলে গেল ম্যাচের ২২ মিনিটে। ডি পলের বাড়ানো বিশ্বমানের পাস থেকে বিশ্বমানের চিপ করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে দিলেন ডি মারিয়া।
এবারে আর ট্রাজিক নায়ক নয়। কোপা আমেরিকা ২০২১-এর ইতিহাসে মেসির নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। হ্যাঁ , ম্যাচের শেষ মুহূর্তে স্বপ্নের ওই সুযোগ নষ্ট করার পরও। যে সুযোগটা পেলে হয়তো ১০০ দিনের মধ্যে বাকি ৯৯ দিন চোখ বন্ধ করেও বিপক্ষের জালে বল জড়িয়ে দিতেন লিও। পাহাড়প্রমাণ চাপে সেটিও নষ্ট করেছেন তিনি। কিন্তু ঈশ্বর হয়তো এটাই চাইছিলেন। গোটা বিশ্বের অগণিত মেসি ফ্যানের প্রার্থনা হয়তো এতদিনে কাজে এল। সুবর্ণ সুযোগ নষ্ট করা সত্ত্বেও এবারে আর মেসির নামের পাশে ব্যর্থতার তকমা লাগানো যাবে না। এবারে তিনিই চ্যাম্পিয়ন।
আর্জেন্টিনা: ১ (ডি মারিয়া)
ব্রাজিল: ০