মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজেরই অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে এই দুই কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুরে সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট।
আহত শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮)ও অনিম(২১)।
ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।