মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুর ও হাজারীবাগ থানায় বসবাসরত কোটালীপাড়া বাসীর পক্ষ থেকে ডেঙ্গু মশা থেকে সুরক্ষার জন্য অসহায় মানুষের মাঝে মশারি ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।
আজ ৭ অক্টোবর ২০২১ রোজ বৃহস্পতিবার বাদমাগরিব মোহাম্মদপুর রায়ের বাজার কমিউনিটি সেন্টারে এ মশারি ও মশার কয়েল বিতরণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটালীপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি বাবু ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব রবিউল আলম এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুইয়া সহ প্রমুখ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন, হাজী বুলবুল আইয়ুব, যুগ্ম-সাধারণ সম্পাদক, হাজারীবাগ থানা আওয়ামী লীগ, অনুষ্ঠান সঞ্চলনা করেন, বাংলাদেশ টেলিভিশন এর সাবেক পরিচালক মোঃ জাহিদুল মোস্তফা।