মোঃ ইব্রাহিম হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ড সফল কাউন্সিলর ও ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন এর পক্ষ থেকে মোহাম্মদপুরে অসহায় ও হতদরিদ্র মানুষদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ ২৬ এপ্রিল ২০২২ রোজ মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুর ৩২ নং ওয়ার্ডের বাবর রোডে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন এর সভাপতিত্বে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি শেখ বজলুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক খান এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফাহিম সাদেক খান, সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ আনসার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম সহ মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজ সেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ ও সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
এসময় ঈদের নতুন কাপড় হাতে পেয়ে সকলে অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা ঈদের নতুন কাপড় পেয়ে অনেক আনন্দিত।আমরা চাই সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন আগামীতে আবারও কাউন্সিলর হবে এবং ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়ে আমাদের আরো সাহায্য সহযোগিতা করবে।আল্লাহ তাকে সুস্থ রাখুক ভালো রাখুক সব সময় এই দোয়া করি।