মোঃ ইব্রাহিম হোসেনঃ টানা দ্বিতীয়বার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপহরণ, চাঞ্চল্যকর হত্যাকণ্ডের দ্রুত সময়ে রহস্য উদ্ঘাটন করে আসামিদের গ্রেপ্তার, অপরাধ দমনে ভালো কাজের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ ঢাকা মেট্রোপলিটন ডিএমপি এর শ্রেষ্ঠ অফিসার (ইন্সপেক্টর তদন্ত) নির্বাচিত হলেন রাজধানী মোহাম্মদপুর থানার অফিসার (ইন্সপেক্টর তদন্ত) মোঃ হাফিজুর রহমান।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকালে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগে নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটনের পুলিশ কমিশনার জনাব এস এম সাজ্জাদ আলী।
পুরস্কার পেয়ে মোঃ হাফিজুর রহমান বলেন, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ডাকাত নিয়ন্ত্রণে রাখতে আমরা নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। জনসাধারণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
এর আগে, ১৬ নভেম্বর অপরাধ নিয়ন্ত্রণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ অফিসার (ইন্সপেক্টর তদন্ত) পুরস্কার পেয়েছেন মোঃ হাফিজুর রহমান।