মোঃ ইসমাইল হোসেনঃ যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঝিনাইদহ সদর ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের পাকা গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ মার্চ ২০২৫ রোজ সোমবার সকাল সাড়ে আটটায় পাকা গ্রামে মাঝ পাড়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে ইমামতি করেন মোঃ সাইফুল্লাহ মীর।
নামাজের নির্দিষ্ট সময়ের আগেই শত শত মুসল্লি ঈদগাহ ময়দানে পরিপূর্ণ হয়ে যায়। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। এসময় মুসল্লিরা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। মোনাজাত শেষে মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করেন।