মোঃ ইব্রাহিম হোসেনঃ ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সফল যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা জনাব হাজী সাখাওয়াত হোসেন নান্নু।
আজ ১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় হাজী সাখাওয়াত হোসেন নান্নু বলেন, ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে । ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার মিলিত বিপ্লবে নস্যাৎ হয়ে যায় স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র।
তিনি আরো বলেন, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন। তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি এ দিবসটি যথাযথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে ।