স্টাফ রিপোর্টারঃ দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে শনিবার রাজধানীর কাকরাইলে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। তবে এ সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।
আজ ১ নভেম্বর ২০২৪ রোজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে জরুরি সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে বক্তরা বলেন, সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের গন্ধ পাচ্ছি আমরা। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় জাতীয় পার্টি। সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দিয়েছে।
এ সময় সংগঠক মশিউর রহমান বলেন, “জাতীয় পার্টি একতরফাভাবে আওয়ামী ফ্যাসিবাদকে সমর্থন করেছে, একসাথে কাজ করেছে। গতকাল শান্তিপূর্ণ মশার মিছিল নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি ছিল। কর্মসূচি থেকে আমাদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টির অফিস থেকে হামলা করা হয়।”
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বিন ইয়ামিন মোল্লার কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়। এ সময় আহমদ ইসমাইল বন্ধন বলেন, ‘কালকের সমাবেশ সরকার অনুমতি দিলে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে।’
এ সময় গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা করা হয়। এতে জানানো হয়, শনিবার জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ গণপ্রতিরোধ কর্মসূচি শুরু হবে বেলা ১১টায়।