December 22, 2024, 7:07 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

জাতীয় পার্টিকে দেশের কোথাও সভা-সমাবেশ করতে দেবেন না: বিন ইয়ামিন মোল্লা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Saturday, November 2, 2024
  • 22 Time View

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টি দেশের কোথাও যেন সভা-সমাবেশ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এছাড়া দলটিকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে তিনি বলেন, বঙ্গভবনে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত অন্তবর্তীকালীন সরকারের ভুল ছিল।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ না হওয়ার বিষয়ে জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ইয়ামিন মোল্লা বলেন, কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে পুলিশ। আমরা যেহেতু শান্তি প্রিয়, তাই পুলিশের নিষেধাজ্ঞা মেনে সমাবেশ করছি না। এসময় তিনি ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করারও দাবি জানান। ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরও বলেন, জি এম কাদের গতকাল বলেছেন, হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। শেখ হাসিনাও পতনের আগে একই কথা বলেছিলেন। জি এম কাদেরের কাছে প্রশ্ন, আপনি কত বড় হাতি, আমরা দেখতে চাই। আমরা তো মনে করি, আপনি তেলাপোকা, ফুঁ দিলেই উড়েই যাবেন।

প্রসঙ্গত, নিজেদের পোড়া কার্যালয়ের সামনে শনিবার (২ নভেম্বর) সমাবেশ করবে বলে গতকাল শুক্রবার (১ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। তবে এই সমাবেশ করতে দেওয়া হবে না বলে ঘোষণা করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা। তারাও শনিবার সকাল ১১টায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিএমপি কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয়।

ডিএমপির গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি তাদের বিক্ষোভ সমাবেশ স্থগিতের কথা জানায় শুক্রবার রাতে। আর আজ সকালে ছাত্র অধিকার পরিষদও জানায়, প্রতিরোধ কর্মসূচি হবে না। সকাল থেকেই জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102