মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষ থেকে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহবায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নির্দেশক্রমে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত চন্দ্রিমা হাউজিং ইউনিট বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাজধানী আদাবর থানার ১০০ নং ওয়ার্ড বিএনপির অন্তর্ভুক্ত চন্দ্রিমা হাউজিং এলাকায় এই দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আদাবর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন, ১০০ নাম্বার ওয়ার্ড বিএনপির সংগ্রামী সফল সভাপতি মোহাম্মদ আজগর আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শিকদার, সহ-সভাপতি কাজী আনিসুর রহমান নান্নু, সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সহ-সভাপতি নসু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মনির, সদস্য হারুন, চন্দ্রিমা হাউজিং ইউনিট বিএনপি’র সভাপতি মোঃ আক্তার হোসেন সহ থানা, ওয়ার্ড ও ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ও ইফতার বিতরণ অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যেন সুখী সমৃদ্ধের একটি বাংলাদেশ গড়ে ওঠে সে জন্যও দোয়া করা হয়।