মোঃ ইব্রাহিম হোসেনঃ নাগরিক উন্নতি সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোহাম্মদ আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আহতদের আমৃত্যু চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রবিবার (১ ডিসেম্বর) রাজধানী মোহাম্মদপুরের রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা নিয়ে সবাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে সে প্রত্যাশা পূরণ করতে হবে।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে যারা অঙ্গ হারিয়েছে তাদের সম্মাননা প্রদান ও পুষ্প বরণ করেন। এছাড়াও কোরানের পাখি, এতিম ও সুবিধা বঞ্চিত মানুষদের খাবারের আয়োজন করেন।