খাস খবর বাংলাদেশ ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ১৬ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত বিদেশে নেওয়া হবে। তবে কবে নাগাদ তাকে বিদেশে নেওয়া হবে সে বিষয়ে নিশ্চিত করেননি বিএনপি মহাসচিব। বিএনপি গত ১৫ বছর আন্দোলনের যে ভিত্তি তৈরি করেছে, ছাত্রজনতা সেই আন্দোলনের সফলতা এনে দিয়েছে। দুঃসময়ে বিএনপির দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। অসাধারণ সেই সাহস থেকে এক বিন্দু সরে যাননি তিনি।
গণতন্ত্রে পৌঁছাতে এখনও সময় লাগছে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। যেকোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনা সুযোগ নিতে পারেন। চক্রান্ত অব্যাহত রেখেছেন। সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করে সবকিছু রক্ষা করতে হবে। আবার কোন নতুন ষড়যন্ত্র শুরু হচ্ছে। জনগণের অর্জন নষ্ট করতে আবার নতুন কোনো ফ্যাসিবাদ আসে কি না সেই শঙ্কা আছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে দুর্নীতির দুই মামলায় সাজা হওয়ার পর থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এর পর তার সাজা নির্বাহী আদেশে স্থগিত করা হয় কয়েক দফা। সর্বশেষ গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গত ৬ আগস্ট সাজা থেকে পুরোপুরি মুক্তি পান তিনি।
শারীরিক অসুস্থতার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাঝেমধ্যেই চিকিৎসা নেন খালেদা জিয়া। তিনি ডায়াবেটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিজটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।