মোঃ ইব্রাহিম হোসেনঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব বিবিডিসি’র আয়োজনে কুরআনের পাখিদের সাথে নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানী মোহাম্মদপুর হাদীকাতুল জান্নাহ্ হাফেজী মাদ্রাসায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন “বাংলাদেশ ব্লাড ডোনার্স ক্লাব (বিবিডিসি)”এর সভাপতি মহিবুল্লাহ মুহিব।
মহিবুল্লাহ মুহিব রমজানের তাৎপর্য তুলে ধরে সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস আমাদের জন্য সংযম ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। এই মাসে আমরা যেন একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং সমাজের উন্নয়নে কাজ করি।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিবিডিসির নেতৃবৃন্দ ও হাদীকাতুল জান্নাহ্ হাফেজী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।