ইমরান খান, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেজুর বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শিশুদের হাতে খেজুর তুলে দেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম প্রমূখ উপস্থিত ছিলেন।