ইমরান খান, রাজবাড়ী জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচীর আওতায় ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও দূর্যোগ ব্যাবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন এই কর্মসূচীতে কালুখালী উপজেলার
রতনদিয়া ইউনিয়নে ২,২৫০টি,কালিকাপুর ইউনিয়নে ৯১৬টি, বোয়ালিয়া ইউনিয়নে ১,৩৯০টি, মাজবাড়ী ইউনিয়নে ১,২৯০টি, মদাপুর ইউনিয়নে ১,২৫৮টি,মৃগী ইউনিয়নে ১,৪৮০টি, সাওরাইল ইউনিয়নে ১,৬২৩টি
পরিবারকে এই কর্মসূচীর আওতাভুক্ত করা হয়েছে।
মোট ৯ হাজার ৯৮২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৯৯ দশমিক ৮২০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
আজ ২৫শে মার্চ সকালে সরেজমিনে উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভিজিএফ চাল নেওয়ার জন্য উপকারভোগীদের দীর্ঘ সারি। একজন করে সরকারি কর্মকর্তা প্রতিটি চাল বিতরণ কেন্দ্রে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ইউনিয়ন পরিষদগুলোতে পরিদর্শন করছেন কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম।
তিনি বলেন, উপকারভোগী পরিবারগুলো যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে চাল নিতে পারে সেজন্য প্রতিটি চাল বিতরণ কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নিজেই ছুঁটছেন ইউনিয়ন পরিষদগুলোতে। আর এই চাল বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার।