December 22, 2024, 1:24 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

করোনায় যুগান্তরের খুলনা ব্যুরো রিপোর্টার মোস্তফা কামালের মৃত্যুঃ জাতীয় মানবাধিকার সমিতির শোক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Friday, July 9, 2021
  • 553 Time View

দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার, দৈনিক ইনকিলাব পত্রিকা খুলনা ব্যুরোর সাবেক সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ (৫২) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে তিনি বৃহষ্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।

তিনি গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন।বাড়িতে অক্সিজেন নিচ্ছিলেন। বৃহস্পতিবার তার করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া যায়। বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে অবস্থার অবনতি হলে প্রথমে খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ পেয়ে রাতেই সহকর্মীরা হাসপাতালে ছুটে যান।

২০১৬ সালের ১ জুন তিনি যুগান্তরের যোগদান করেন। এর আগে ২০০৯ সালে তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় খুলনা ব্যুরোতে সিনিয়র স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। দৈনিক প্রবর্তন, দৈনিক প্রবাহসহ খুলনার বিভিন্ন আঞ্চলিক ও একাধিক জাতীয় দৈনিকে কাজ করেছেন তিনি। খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন তিনি।

তিনি নগরীর খালিশপুর থানার আলমনগর এলাকায় বসবাস করতেন। পিতা মৃত মনসুর আহমেদ। স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে খুলনা বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন গভীর শোক প্রকাশ করেছে।

আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুম কে জান্নাতুল ফেরদৌস দান করুন – আমিন।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102