খাস খবর বাংলাদেশঃ করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের সহধর্মিণী চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার ভ্যাকসিন নেন তিনি।
উল্লেখ্য, ইকবাল মান্দ বানুর ছোট মেয়ে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জোবায়দা রহমান। যার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার দুপুরে বিএসএমএমইউতে যান সৈয়দা ইকবাল মান্দ বানু। পরিবারের সদস্যদের মধ্যে সঙ্গে ছিলেন মেয়ে সৈয়দা শাহিনা খান জামান বিন্দু ও তার স্বামী সাবেক কূটনীতিক শাফিউজ্জামান। এসময় সেখানে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মামুন, ডা. আদনান, ডা. বাবু প্রমুখ। সূত্রে বিডি প্রতিদিন।