December 22, 2024, 3:31 am
শিরোনামঃ
সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়: ১২ দলীয় জোট গুচ্ছ ভর্তি নিয়ে আজ সভায় বসছেন উপাচার্যরা, আলোচনায় দুই এজেন্ডা দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত আবদুল্লাহ গাইবান্ধায় সাঘাটা উপজেলায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া আহত ৪০ ঝিনাইদহ প্রেস ইউনিটির দপ্তর সম্পাদকের উপর হামলা অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক: রুহুল কবির রিজভী উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ মারা গেছেন বাংলাদেশ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণের ওপেন চ্যালেঞ্জঃ হাসনাত আবদুল্লাহ ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাতের আত্মসমর্পণ, দেশীয় অস্ত্র উদ্ধার

ওবায়দুল কাদের আছে সন্দেহে ফ্ল্যাটে তল্লাশি, মিলল স্ত্রীর ভাই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, November 10, 2024
  • 31 Time View

নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে তার অন্যতম সহযোগী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আত্মগোপনে আছেন। চট্টগ্রামের হালিশহর থানার শান্তিবাগ এলাকার একটি ফ্ল্যাটে ওবায়দুল কাদের আছেন, এমন সন্দেহে শনিবার রাতে সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে ওই ফ্ল্যাটে ওবায়দুল কাদেরকে পাওয়া না গেলেও তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে পাওয়া যায়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ১৬ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়।

রবিবার (১১ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ খাস খবর বাংলাদেশকে বলেন, শনিবার মধ্যরাতে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে শান্তিবাগ এলাকা থেকে পুলিশের জিম্মায় নেওয়া হয়। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে কোনো তথ্য না থাকায় বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। বিকেলে নুরুল হুদাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নুরুল হুদার কাছে তেমন তথ্য পাওয়া যায়নি। নুরুল হুদা জানিয়েছেন ৫ আগস্টের পর থেকে তার সঙ্গে ওবায়দুল কাদেরর কোনো যোগাযোগ নেই।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের কাছে শনিবার মধ্যরাতে খবর আসে, ওবায়দুল কাদের চট্টগ্রামের হালিশহরের শান্তিবাগ এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে শান্তিবাগ এলাকার বাড়িটিতে অভিযান চালানো হয়। তবে সেখান থেকে ওবায়দুল কাদের স্ত্রীর বড় ভাইকে পাওয়া যায়।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102