নাঈমুর রহমান জাদুঃ থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২৩ ডিসেম্বর Hua Mak ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ইস্পোর্টস গেমস ২০২৪ ল্যান ইভেন্ট। এশিয়ার ২০টি রিজিয়নের সঙ্গে বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যেখানে দেশের নারী Mobile Legends: Bang Bang (MLBB) দল প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করবে। দলে রয়েছেন জোবাইদা আনজুম প্রভা, রাহমা, মরিয়ম, মেহেরুননেসা, এবং সেলিনা সারা।
শনিবার ( ১৬ নভেম্বর) রাজধানীর আইডিবি ভবনে চলমান সিটি আইটি মেগা ফেয়ার ২০২৪-এ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির পরিচিতি এবং জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে BYDESA-এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন এনাম ও জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত) আগা রাফসানসহ ইস্পোর্টস জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এশিয়ান ইস্পোর্টস গেমস ২০২৪ বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। নারী দলটির অংশগ্রহণ ইস্পোর্টসের ক্ষেত্রে দেশের সম্ভাবনা ও প্রতিভা তুলে ধরবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।