খাস খবর বাংলাদেশঃ করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এপ্রিল পর্যন্ত সব ধরনের সম্মেলন ও সভা-সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ। নেতারা বলছেন, পরিস্থিতির উন্নতি হলে সাংগঠনিক কার্যক্রমে ফিরবে দল। এই সময়ে ভার্চুয়াল বৈঠক বা ভিডিও কনফারেন্সে চলবে দলীয় কার্যক্রম।
করোনায় ২০২০ সালে ৬৬দিন লকডাউনে ছিল দেশ। ২০২১ সালে ডেল্টা সংক্রমণ বাড়লেও থেমে যায় সব রাজনৈতিক কার্যক্রম।
দুদফা বিরতি দিয়ে গত বছর গতি পায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। গত সেপ্টেম্বরে মেয়াদোত্তীর্ণ ৪৭ জেলা ও বিভিন্ন উপজেলায় সম্মেলন শুরু করে আওয়ামী লীগ।
দেশ আবারো করোনার তৃতীয় ঢেউয়ের কবলে পড়ায় সভা-সমাবেশ স্থগিত করেছে দলটি। তৃণমূলের সম্মেলনও তিন মাস বন্ধ থাকবে।
নেতারা জানান, এই সময়ে সব রাজনৈতিক কার্যক্রম চলবে ভার্চুয়ালি।
করোনাকালে কর্মীদের অসহায়ের পাশে থাকার নির্দেশ দিয়েছেন নেতারা।