প্রবাসী সাংবাদিক ও আলোচিত ইউটিউবার ইলিয়াস হোসেন বিভিন্ন বিষয়ে পোস্ট করে নিজের অবস্থান জানান দেন তিনি। আজ ১ ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের উদ্দেশ্যে লিখেছেন, আসিফ নজরুল কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই৷ শুধু একটা কথায় খুব খারাপ লেগেছে৷ তিনি বলেছেন, আমাকে জাতির পিতা বানায়ে না দিলে মনে হয় আমি থামবো না৷
আসিফ নজরুল, আমি জাতির পিতা না, একটা ইউপি মেম্বারও হতে চাই না৷ এখনও উবার চালাই৷ আপনাকে যার ভাই বোতল-নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামিলীগ সরকারের সময়েও ২-৩ বার দেশে গিয়েছে৷ আমরা যেতে পারি নাই, যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবজি করতে পারতাম৷ আপনি কদিন আগেও আমাকে বলেছিলেন, ইলিয়াছ কি লাগবে, দেশে চলে আসেন ব্লা ব্লা৷ আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে? কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম৷ স্যার, কিছু চাই না শুধু আপনি ৫ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন৷
আপনাকেতো আমরা অনেক ভালোবাাতাম অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন৷ কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন! যাওয়ার কথা আবরারের বাসায় গেলেন রবীন্দ্র কাচারীতে৷
আওয়ামিলীগের লোকজনকে ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে৷ জামিন কি স্যার ফ্রী হচ্ছে? কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে আওয়ামিলীগকে জামিন দেয়ার? আমরা কিছু বুঝি না?
সুন্দর করে কথা বলে লাভ নাই, আমরা এগুলি জানি৷ শুধু এতটুকুই বললাম এতো বড় সুযোগ পাবার পরেও দেশটাকে কিছুই করতে পারলেন না৷ এই জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার৷ আর আমি কিছু চাই না তবে দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেয়া দরকার নিতে থাকবো।