প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৩, ৩:৩৭ পি.এম
উত্তর খুঁজে বেড়ায় কবিঃ মোঃ খোকন খান

উত্তর খুঁজে বেড়ায় কবিঃ মোঃ খোকন খান
জানে কম বলে বেশি
বেশি বলে বোকা খুশি,
বুদ্ধিমান কম বলে
যদিও সে জানে বেশি।
অজ্ঞ লোকে জ্ঞান দেয়
চুপ করে শোনে জ্ঞানী,
অন্য লোকের সম্পদ লুটে
লুটেরারা হয় ধনী।
উপদেশ দিয়ে চলে
মানে না যে নিজে,
বেকার মানুষ ব্যস্ত সদা
বেশি বলার মাঝে।
মান্য করলে গুণীজনে
কমে না তো মান,
ধন-সম্পদে বরকত বাড়ে
করলে বেশি দান।
কাজ করি চলো যাই
উপদেশ দিয়ে নয়,
কথা বেশি বলে নয়
কাজে হবে পরিচয়।
সফলতা পেল যে জন
বুকে মেরে ছুরি,
বিচার হবে প্রকাশ্যে তার
যতই করে লুকোচুরি।
চারপাশে অনেক মানুষ আছে
অভাব আছে মানবতায়,
মা-বাবার ঋণ শোধ করে দেয়
সন্তান আজ মুখের কথায়।
মন কেঁদে যার শুধু নীরবতায়,
প্রিয়জন কেন এত অসহায়?
এর শেষ কবে এই মন ভাবে
শুধু উত্তর খুঁজে বেড়ায়।
Copyright © 2025 খাস খবর বাংলাদেশ. All rights reserved.