ষ্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল হককে।
আশরাফুল হক নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তার বাবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন।
এর আগে আশরাফুল হককে সাধারণ সম্পাদক করে ইউনিয়ের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রদলের নেতারা। তার নেতৃত্বে চলছে সংগঠনের কার্যক্রম। তবে আসন্ন ইউপি নির্বাচনে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
ছাত্রদল নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া বলেন, গত ৫ অক্টোবর লিখিতভাবে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর আবেদন করা হয়েছিল যেন আশরাফুল হককে নৌকার মনোনয়ন দেওয়া না হয়। সেখানে তার দলীয় পরিচয়ের সঙ্গে প্রমাণপত্রও দেওয়া হয়।