April 25, 2024, 4:59 pm
শিরোনামঃ
রাজধানীতে তীব্র গরমে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ কালুখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সচেতনামূলক সভা ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর লায়ন্স ইন্টারন্যাশনাল লিও ইয়ুথ ক্যাম্প জয়যাত্রা অনুষ্ঠিত জনমত পারমাণবিক বোমাকে পরাজিত করে,নির্বাচন সত্যকে উপজেলা নির্বাচন থেকে আওয়ামীলীগের নতুন নেতৃত্ব উঠে আসবে গরু ও মাংস আমদানীর বিতর্কে অংশ নিতে চাইছিলাম না। ধর্ম নিরপেক্ষ ভারত কে বাঁচাতে,বিজেপি বিরোধী ঐক্য চাই তাপমাত্রা কমাতে যেসব পরামর্শ দিলেন চিফ হিট অফিসার বুশরা কৃষক লীগ নেতাদের গণভবনের শাকসবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনে ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি নিজেরাই মহাবিপদে আছে: ওবায়দুল কাদের

আমি রাজনীতি করবো, ভালো থাকবো, ভালো হবো কীভাবে? : রবিউল আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Sunday, January 15, 2023
  • 106 Time View
আমি মনেপ্রাণে একজন বাঙালি,স্বাধীনচেতা মন আমার। বাঙালি জাতির পিতাকে অনুস্মরন করে নিজের জীবনের স্বপ্নগুলো সাজিয়েছিলাম। বাঙালির মুক্তির আন্দোলনে, জয়বাংলা শ্লোগানে বাংলার আকাশ বাতাশ কাঁপিয়ে নিজের মনকে শুদ্ধ করে নিয়েছিলাম। বাঙালি জাতীয়তাবাদের কবিতা সংস্কৃতি গ্রহন করে মনের সুখে গাইতাম আমার সোনার বাংলার গান।
স্বপ্ন দেখতাম বিশ্ব বাঙালির একটি দেহ, একটি প্রান, একটি ঠিকানায় অবস্থান। দুঃস্বপ্নের বাংলাদেশ, জাতি হলো পিতাহীন।পিতৃ পরিচয় টুকু কেরে নিয়ে ওরা ক্ষান্ত হয় নাই। ওরা আমার মুখের ভাষা কাইড়া নিছে। মনের ভাষাকে স্তব্ধ করে দিয়েছিলো। মিথ্যাচারের রাজনীতির মাধ্যমে বাংলার মানচিত্রকে ছিন্নভিন্ন করে দিয়েছিলো। সন্ত্রাস জঙ্গিবাদ ধর্মের আবদ্ধে রাজনীতিকে কলুশিত করেছে।
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে, বাঙালি তার আপন ঠিকানা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুঁজে পেয়েছে, বুজে নিয়েছে। রাজনীতির ইতরামি ও বিতলামির ভাষায় বাংলাদেশ ভারত হয় নাই। মসজিদে উলুধ্বনি হয় না, বিদেশী পরাশক্তির ষড়যন্ত্রের কাছে মাথানত করে না। উন্নয়নের বাংলাদেশ বিশ্ব ছুতে চায়। বিশ্ব বাংলাদেশের সাথে সু-সম্পর্ক চায়। বাংলাদেশের মানচিত্রে ভারত চলে এসেছে, ছিটমহল বিনিময়ের মাধ্যমে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো,বাঙালির এই বহুলপ্রচলিত বাক্য অস্বীকার করে রাজনীতিকে চরিত্রহীন বানিয়ে ফেলেছে, ভদ্রলোকের রাজনীতিকে সম্মানহানি করছেন, কমিটি গঠনে ঝুলিয়ে রেখে,পদের সম্মানটুকু রক্ষা না করতে পেরে। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কে বলতে হয়েছে, ভালো মানুষদের আনতে না পারলে রাজনীতি হবে চরিত্রহীন। দীর্ঘ সময় পরে হলেও সত্য অস্বীকার করে, রাজনীতি করতে পারেন নাই।বুঝতে পারার জন্য ধন্যবাদ । শত চেষ্টা করেও একটি প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে কোনো অপশক্তির প্রয়োজন হয় নাই। ক্ষমতায় আসার পরে দুষ্ট গরুগুলো প্রবেশ অধিকার পেলো কোত্থেকে ?
আমি রাজনীতি করবো, ভালো থাকবো, ভালো হবো কীভাবে ?
অসৎসঙ্গ সর্বনাশের বীচ রোপন করে। রোপন কারীদের খুচতে হবে না। বাঙালি জাতীয়তাবাদ ধারন কারীদের খুঁজুন, ভালো মানুষ পেয়ে যাবেন। ভালো রাজনীতি জন্য শেখ হাসিনা আছে, বাংলার গ্রামে, বাঙালির প্রানে যার অবস্থান । বিপথগামী রাজনীতি থেকে নেতা আমদানির প্রয়জোন হবে না। একটি দুষ্ট গরু পিতার আদর্শ বিনষ্টের জন্য যথেষ্ট।
লেখকঃ বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব ও রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের চলতি দায়িত্ব প্রাপ্ত সভাপতি জনাব রবিউল আলম।
শেয়ার করুন
More News Of This Category

Dairy and pen distribution

ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102