ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
আজ ৮ই মার্চ ২০২৫ রোজ শনিবার আন্তর্জাতিক নারী দিবস। এই দিবস উপলক্ষে “শোষণ বঞ্চনায় বিরুদ্ধে সাম্যের চেতনায় জেগে ওঠো নারী ,নারীর মর্যাদা ও সম অধিকার প্রতিষ্ঠায় লড়াই বেগবান করো” এই বিষয়কে প্রতিপাদ্য ঝিনাইদহ জেলা সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আজাদ গেস্ট হাউজের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বাহির করে।
মিছিলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর ঝিনাইদহ জেলার সংগ্রামী আহ্বায়ক জননেতা কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ঝিনাইদহ জেলার সংগ্রামী সভাপতি রুবিনা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঝিনাইদহ জেলা সংগ্রামী সভাপতি শারমিন সুলতানা, ছাত্র ফন্টের সংগঠক তাবিব সুলতান রাফসান প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন নারী নেত্রী সাথী খাতুন।