বঙ্গবন্ধু আদর্শের বিশ্বস্ত প্রতিটা সৈনিকের হৃদয়ে বিরাজ করে বিশ্বনেতা,
তাইতো ত্রিশলক্ষ শহীদের রক্তের বিনিময়ে এনেছিলে তুমি স্বাধীনতা।।
বঙ্গবন্ধুর হাজার বছরের ইতিহাস আজও জানার আছে অপূর্ব সুযোগ,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর গনমানুষের আছে নাড়ির সাথে যোগাযোগ।।
বঙ্গবন্ধু আন্দোলন সংগ্রাম আলোড়ন সৃষ্টি করে নিজ যোগ্যতায় বিশ্বনেতা,
অসাধারণ সেই ছাত্রলীগের জন্যই বঙ্গবন্ধু আজও প্রিয় গর্বিত পিতা।।
স্বাধীনতা যুদ্ধে তারশ্রেষ্ঠ সন্তানদের হাড়িয়ে বেঁচে ছিলেন মাত্র কিছুদিন,
বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা আজও শোধ করতে পারেননি তার ঋণ।।
পশ্চিমপাকিস্তানীরা কারাগারে অমানসিক নির্যাতন চালিয়ে ছিলো,
অনেক কষ্টের ধৈর্যের সাধনায় অসাধারণ এই স্বাধীনতা ফিরে পেলো।।
বঙ্গবন্ধু তোমাকে হত্যাকরে ওরা ভেবেছিল করে ফেলেছে সবকিছু শেষ,
তাই তারা কখনোই বুঝতে পারেনি মুজিব মানেই সোনার বাংলাদেশ।।
বিশ্বের দরবারে বাহবা নিয়ে আজও আছে বন্ধুদেশ গুলোর সু নয়ন,
আজকের বঙ্গবন্ধুকন্যা মানে বাংলাদেশের অগ্রগতির অপূর্ব উন্নয়ন।।
বঙ্গবন্ধুর হাজার বছরের ইতিহাস জেনেই ছাত্র লীগের স্বপ্ন হলো পূরণ,
তাইতো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীকেও আজ সারাবিশ্ব করে স্মরণ।।