মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশের বিভিন্ন জায়গায় খানকা শরীফ ও মাজারে হামলা-ভাঙচুর ও লুটপাট এবং মসজিদ-মাদ্রাসার জমি অবৈধ ভাবে দখল করার প্রতিবাদে রাজধানী মোহাম্মদপুর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মাজার ভক্তবৃন্দ।
আজ ৬ ডিসেম্বর ২০২৪ রোজ শুক্রবার বাদ জুমা রাজধানী মোহাম্মদপুর হায়দার বাবার মাজার শরীফ প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী তারা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে মাজার ও খানকা শরীফ ভক্তবৃন্দ বলেন, আমরা আগেই ভালো ছিলাম, দেশে এখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। মাজার ও খানকা শরীফ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত নয়। মানুষের প্রতি দয়া, প্রেম, ভালোবাসা প্রদর্শন এবং নিজেদের চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহ ও রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই এসব প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালিত হয়। তারপরও কেন, কার স্বার্থে বার বার মাজার ও খানকা শরীফে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করা হচ্ছে?। ইতিপূর্বে এসব জঙ্গিরা ১৯৯০ সাল ও ১৯৯৯ সালেও দেওয়ানবাগ দরবার শরীফে হামলা চালিয়েছিল।
তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে মানববন্ধনে মাজার ও খানকা শরীফ ভক্তবৃন্দ আরো বলেন, আজকের এই সংকট দেওয়ানবাগ শরীফের একার নয়। এই সংকট বাংলাদেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগোষ্ঠীর। সকল তরিকতপন্থী মানুষের। তাই ঐক্যবদ্ধভাবে এসব জুলুম-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনি সঠিক সময়। তাই সকল তরিকতপন্থী ও সুফিবাদীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আসুন সকল মতানৈক্য ভুলে আমরা একত্রিত ভাবে শান্তি বিনষ্টকারী এই জালিমদের প্রতিহত করি। অলী-আল্লাহর এই পুণ্যভূমিতে শান্তি-সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করি।
মাজার, দরগাহ ও খানকায় আক্রমন, অগ্নিসংযোগ, ভাঙচুর কারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।