মোঃ ইব্রাহিম হোসেনঃ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এই রোডম্যাপ জনগণের মনে প্রশ্ন তৈরি করে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের যেকোনো আন্দোলন সংগ্রাম থেকে বিএনপি কখনো পিছপা হয়নি। আশি-নব্বইয়ের দশকে বিএনপি যা বলেছে, এখনও তাই বলছে। জাতির প্রত্যেকটি অর্জনের সাথে বিএনপি জড়িয়ে আছে। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করেছে বিএনপি। পাশাপাশি অনেকের বাসস্থান করে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক কর্মীবান্ধব জননেতা শুক্কুর মাহমুদ, ৩৩ নং ওয়াড বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. জহিরুল ইসলাম অপু, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, আদাবর থানা যুবদল নেতা রাফি উদ্দিন ফয়সাল, সাকিবুল হোসেন, মাহফুজ, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাজিবুল ইসলাম, ছাত্রদল নেতা নুর হোসেন, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুম প্রমুখ।