অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Tuesday, December 3, 2024
51 Time View
মোঃ ইব্রাহিম হোসেনঃ নগরবাসীকে অটোরিকশা ব্যবহার না করে স্বল্প দূরত্বের পথে হেঁটে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ ৩ ডিসেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুর থানার আয়োজনে সূচনা কমিউনিটি সেন্টারের ‘পুলিশ, ছাত্র-জনতা, মোহাম্মদপুর থানার বাসিন্দাদের সমন্বয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অটোরিকশার কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটা শহরে ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার কিন্তু আছে ৭ শতাংশ। সবাই রাস্তায় গাড়ি নামালে তো আমরা পারব না।
এছাড়া ডিএমপি কমিশনার আরও বলেন, আপনারা লোকালি বা অফিস আদালত বাজার ঘাট পায়ে হেঁটে করার চেষ্টা করেন। তাহলে সমস্যারা অনেকটা সমাধান হবে। যাদের স্কুল গোয়িং বাচ্চা আছে তারা কর্মস্থল বা বাসাটা স্কুলের দিকে শিফট করেন। আপনাদের যাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তারা স্কুলের পাশে বাসা ভাড়া নেন।
মতবিনিময় সভায় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সভায় মোহাম্মদপুরবাসী ছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম সহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মোহাম্মদপুরবাসী তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন