মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ২৯, ৩১, ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই ২০২২ রোজ শনিবার মোহাম্মদপুরে বছিলা রোড নীরা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ইউনিট বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সরাসরি ভোটের মাধ্যমে ৩৩ নম্বর ওয়ার্ডে মান্নান হোসেন শাহীন সভাপতি, শেখ মোঃ জহিরুল ইসলাম অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ্ আমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তাবিথ আওয়াল । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতিকুল ইসলাম মতিন, আতাউর রহমান চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আক্তার হোসেন, ইউসুফ, আফতাব উদ্দিন জসীম, এবিএমএ রাজ্জাক, আহসান হাবিব মোল্লা, আলাউদ্দিন সরকার টিপু, এম এস আহমাদ আলীসহ বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ১০ দিনের মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ্ আমান। পূর্ণাঙ্গ কমিটির মধ্যে অবশ্যই ১০ জন মহিলা রাখার নির্দেশ প্রদান করেন।
এ সম্মেলনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৮টি সাংগঠনিক জোনের ২৬টি থানার অন্তর্গত ৭১টি ওয়ার্ডের সম্মেলন গত ১ জুন শুরু হয়ে ২ জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচির আওতায় ৭১টি ওয়ার্ডের কমিটি গঠন শেষ হলো।