মোঃ ইব্রাহিম হোসেনঃ বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে ৩২ নং ওয়ার্ড এলাকায় এই কর্মসূচি পালন করেন ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৩২ নং ওয়ার্ড সফল কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্টন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম.এ. সাত্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন, মহিলা বিষয়ক সম্পাদক ও ডিএনসিসি ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আলম।
এসময় উপস্থিত ছিলেন, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সহ-সভাপতি হাজী সেলিম রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কিরণ মৃধা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুজ্জামান আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন মিয়া, ৩২ নং ওয়ার্ডের ৫ নং শ্যামলী ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোঃ রুস্তুম আলী, কলেজগেট, হুমায়ূন রোড ও গজনবী রোড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।
শান্তি ও উন্নয়ন মিছিলে বক্তারা বলেন, দেশবিরোধী অপশক্তি ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাল মিলিয়ে বিএনপি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে মাঠে নেমেছে। তারা নির্বাচন বানচাল করতে চায়। গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চায়। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। তাদের অপপ্রচার, অপসংগ্রাম সফল হতে দেবো না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এ দেশকে পেছনে ফেলার আর সুযোগ নেই। তারা রাজপথে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারো অস্থিতিশীল করে এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এ সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখছে। যদি কোনো অপশক্তি শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি নষ্ট করতে আসে, তাদের কঠিন জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
৩২ নং ওয়ার্ডে শান্তি ও উন্নয়ন মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।