মোঃ ইব্রাহিম হোসেনঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) ২০২১ বাদজোহর মোহাম্মদপুর টাউন হল ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় স্কুল ব্যাগ, রং পেন্সিল বক্স এবং ড্রয়িং বই সরবরাহ করেন, ঢাকা উওর সিটি কর্পোরেশনের ৩১, ৩৩, ও ৩৪ নং ওয়ার্ড (সংরক্ষিত কাউন্সিলর) ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের জনপ্রিয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম।
এ সময় উপস্থিত ছিলেন, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলু, সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোঃ মোকলেছুর রহমান খান (লিটন মাস্টার), দপ্তর সম্পাদক জনাব আঃ রহমান শাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুফিয়া বেগম রেথা, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি: মোস্তফা কামাল, কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহবুব আরা (বেবী),কার্যনির্বাহী পরিষদের সদস্য সুলতানা বেগম’সহ ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দ।
৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার, জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ক-বিভাগ, ৮ থেকে ১১ বছর খ-বিভাগ এবং ১৩ থেকে ১৫ বছর ছিল। এই ২ বিভাগে শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক এবং খ বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে আগামী ২৪ মার্চ ২০২১ তারিখে পুরস্কার বিতরণ করা হবে।