মোঃ ইব্রাহিম হোসেন :: রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ, নবায়ন কার্যক্রমের অগ্রগতি এবং ইউনিট কমিটির কাউন্সিল নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর ২০২১ রোজ শনিবার বাদমাগরিব মোহাম্মদপুর টাউন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব দিল মোহাম্মাদ দিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউল্লাহ মাষ্টার এর সঞ্চলনায় অনুষ্ঠানে ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিট ও ওয়ার্ড কমিটিতে আগামী কাউন্সিলে স্বাধীনতা বিরোধীরা, হাইব্রিড, সুবিধাবাদী, অনুপ্রেবেশকারী, সন্ত্রাসী, মাদক কারবারী ও চাঁদাবাজ প্রবেশ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধা ভাবে কাজ করতে হবে। এছাড়াও প্রকৃত আওয়ামী পরিবারের সদস্য থেকে বাছাই করে ইউনিট ও ওয়ার্ড কমিটি গঠন করার মাধ্যমে ত্যাগী আওয়ামী পরিবারের সদস্যদের মূল্যায়ন করতে হবে বলে সকলে একমত প্রকাশ করেন।