মোঃ ইব্রাহিম হোসেনঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এর পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর ধানাধীন ৩১ নং ওয়ার্ডের বসবাসরত আওয়ামী লীগ পরিবারের একাংশ মিলন মেলা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২১ রোজ শুক্রবার বাদমাগরিব মোহাম্মদপুর টাউন হল দ্বিতীয় তলায় এ মিলন মেলা ও কুশল বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগ নেতা কাজী মারুফুল ইসলাম বিপ্লব, মনিরুজ্জামান মনির, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি সৈয়দ আবুল হাসেম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুদ্দিন ভুঁইয়া রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আঃ কাইয়ুম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সহ-সভাপতি লায়লা হোসেন, ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নুর নবী রানা, সদস্য বীর মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ, ৩১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আকতার হোসেন বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, আওলাদ হোসেন রাজা, মোঃ আবু সাইদ মোল্লা, আশিস সরকার, গোলাম নবী, শাহানাজ আক্তার, হেলেনা এবং ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ প্রমুখ।
এ সময় বিভিন্ন ধরনের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।