৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের মতবিনিময় সভা
রিপোর্টারের নাম
আপডেট সময় :
Wednesday, December 13, 2023
81 Time View
মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১১ নং বাজার ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) রাতে রাজধানী মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী তুহিন আহম্মেদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সৈয়দ বেলায়েত হোসেন বাবু, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি দিল মোহাম্মদ দিলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাঝি, সাবেক সফল সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ফরাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জি মোস্তফা কামাল, কার্যনির্বাহী পরিষদের সদস্য এ্যাড. আতাউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক সাজেদুর রহমান, ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক বিলকিস আক্তার ববি, ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈব ইমাম চৌধুরী, যুগ্ম সদস্য সচিব মোঃ ফাইয়াজুর রহমান, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার বিন রহমত সহ ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ এবং ৪ নং শহীদ সলিমুল্লাহ রোড ইউনিট আওয়ামী লীগের কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নেতা ঢাকা-১৩ আসনের উন্নয়নের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
বক্তরা আরো বলেন, ঢাকা-১৩ আসনের অন্তর্গত প্রত্যেকটি এলাকায় নৌকা মার্কার জোয়ার বইছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে উন্নয়ন ও সুশাসনের কথা বলে নৌকার ভোট চাইতে হবে। সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমরা সকলে নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।