দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯জন। গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ২৯জনসহ ভাইরাসটি এপর্যন্ত দেশের ১৯৯৭ জনের প্রাণ কেড়ে নিলো। আর ২৪ঘন্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২৮৮জন। দেশে মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।
শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বুলেটিনে তিনি বরাবরের মতো আজও করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ প্রয়োজনীয় পরামর্শ মেনে চলার আহবান জানান।