মোঃ ইব্রাহিম হোসেনঃ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ডের অন্তর্গত ১২ নং বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন রাজপথের লড়াকু সৈনিক শেখ মোঃ বিল্লাল হোসেন।
১৪ অক্টোবর ২০২১ রোজ বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজারে সম্মেলনের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক হন।
আগামী ৩ বছরের জন্য ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগে সম্মেলনের ২য় অধিবেশনে সাবজেক্ট কমিটির মাধ্যমে এবং কাউন্সিলারদের সর্বসম্মতিক্রমে ১২ নং বাজার ইউনিট আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
এতে সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি আব্দুর রহিম দেওয়ান এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবর।
আংশিক কমিটি ঘোষনা করেন সম্মেলনের প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এবং বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার।
শেখ মোঃ বিল্লাল হোসেন খাস খবর বাংলাদেশকে বলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ,‘মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা আমাকে যেখানেই মূল্যায়ন করবেন, আমি সেখানেই কাজ করে যাব। নগর, থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা আমাকে মূল্যায়ন করেছেন। আমি উনাদের দীর্ঘায়ু কামনা করি।’