বঙ্গবন্ধুর এই ছাত্রলীগ নিয়ে লিখতে গেলে শেষ হয়ে যায় পাতা,
অসাধারণ উদীয়মান সভাপতি থানার ছাত্র লীগের পরোপকারী নেতা।।
যিনি গরীব দুঃখী মানুষের চিকিৎসার সেবা দিয়ে যাচ্ছেন দিনে রাতে,
তাই অসাধারণ এলাকার লোকজন নিয়ে আছেন সবাই একসাথে।।
বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া আজকের এই বাংলাদেশ আওয়ামীলীগ,
জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের হাতে খড়ি আজকের অপূর্ব ছাত্রলীগ।।
অসহায় দুখীমানুষ আজও তার সহানুভূতি পাওয়ার করে একটু আশা,
ছাত্রলীগের হাস্যউজ্জ্বল এইসেই সভাপতি দিয়ে যায় তাদের ভালোবাসা।।
অসাধারণ দিন গুলোতেই নানক ভাইয়ের নেতৃত্বে ব্যাস্ত কাটে দৈনিক,
প্রিয় ভাই প্রিয় নেতার অসাধারণ নেতৃত্বের আজকের তুমি অপূর্ব সৈনিক।।
থানার ছাত্র লীগের ছেলেরা রাজনীতিতে আজও বুঝে শুনে চলে,
মোহাম্দপুর থানা ছাত্রলীগের হাতে নেতৃত্বে আজও অপূর্ব সোনা ফলে।।
অসাধারণ ভালোবাসার হাসি দিয়েই কিনে নেন দুখী মানুষের ক্রন্দন,
দৃঢ়মেধা শক্তি দিয়ে ৩১নাম্বার ওয়ার্ডে গড়ে তুলেছেন নেতৃত্বের বন্ধন।।
তাইতো ৩১ নাম্বার ওয়ার্ডে জনগণ আজও ভুলেনি করেনি তাকে পর,
অসাধারণ এলাকাটিতে বানাতে চায় তার মত হাস্যউজ্জ্বল কাউন্সিলর।।