খাস খবর বাংলাদেশ ডেস্কঃ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। আজ ১৩ অক্টোবর ২০২০ রোজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি অনুষ্ঠান শেষে তিনি অসুস্থতা বোধ করেন। পরে তাঁকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়।
বুকে ব্যথা অনুভব করলে রিজভীকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
রুহুল কবির রিজভীর সহকারী তুষার জানান, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ল্যাবএইডের চিকিৎসক ডা. সোহরাব উজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
এর আগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়। সেখানে বক্তব্য দেন রিজভী।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিদ্যমান আইনে অন্তত সাতটি ধারায় মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ আছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, নতুন করে মৃত্যুদণ্ডের বিধান করে সরকার বিষয়টি ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে।
রিজভী বলেন, সরকারি মদদেই দেশে বেশিরভাগ নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটছে। তবে এর প্রতিবাদ করতে গেলেই সাধারণ মানুষকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। সম্প্রতি নিত্যপণ্যসহ দ্রব্যের মূল্য বৃদ্ধির বিষয় নিয়ে যেনো কেউ প্রতিবাদ করতে রাস্তায় না নামে সেই কারণে কৌশলে সরকার নারী নির্যাতনের মতো ঘটনাগুলোতে মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী।