ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি।। কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দেশাত্ববোধক গান ও নৃত্য এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ও সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ কেম এম শফিকুল মোর্শেদ আরজ এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা ‘সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কো-অপট সদস্য রফিকুল ইসলাম বাবলু, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নুরজাহান বেগম।
এসময় প্রতিষ্ঠানটির সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক রিপন কুমার প্রামান এর সঞ্চালনায় এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এর আগে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নবীনদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীও হাতে পুরষ্কার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।