December 5, 2024, 9:05 am
শিরোনামঃ
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মোহাম্মদপুরে বিক্ষোভ সবার জন্য উন্মুক্ত হলো ক্যাশ সার্ভার! বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে ভারতের লোকসভায় প্রস্তাব ভারতকে একচুলও ছাড় নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ দেশের চলমান নানা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারঃ শেখ মো. সাজ্জাত আলী বাংলাদেশে চিরতরে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য প্রত্যাহারের আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, ভারতের দুঃখ প্রকাশ বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে নেতাকর্মীদের ওপরঃ তারেক রহমান 

হাড়ীভাঙ্গা উচ্চ ও প্রাথমিক বিদ‍্যালয় বার্ষিক ক্রীড়া,নবীব বরন ও সাস্কৃতিক অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, March 7, 2024
  • 259 Time View

ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি।। কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দেশাত্ববোধক গান ও নৃত্য এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১১ টায় কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ও সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের চেয়ারম্যান এ কেম এম শফিকুল মোর্শেদ আরজ এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেন মোল্লা ‘সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, কো-অপট সদস্য রফিকুল ইসলাম বাবলু, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নুরজাহান বেগম।

এসময় প্রতিষ্ঠানটির সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক আতাউর রহমান ও সহকারী শিক্ষক রিপন কুমার প্রামান এর সঞ্চালনায়  এই অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এর আগে অতিথিদের সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, হাড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নবীনদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীও হাতে পুরষ্কার ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102