করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশের হাইকোর্টে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট বা গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি আপাতত শিথিল করা হয়েছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে এ মর্মে একটি একটি বিজ্ঞপ্তি জারি করে করে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে বিচারপতি এবং আইনজীবীরা টার্নড-আপ সাদা কলার এবং সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।
সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে, কালো কোট না পরার বিষয়টি সাময়িক সময়ের সময়ের জন্য শিথিল করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের এই সময়টিতে পোশাক পরিচ্ছদসহ সবকিছু জীবাণুমুক্ত রাখার জন্য বারবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আইনজীবী এবং বিচারপতিরা সাদা শার্টের উপর যে কালো কোট পরিধান করেন সেটি প্রতিদিন জীবাণুমুক্ত করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে – এমন চিন্তা থেকে কালো কোট পরিধান করার বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে।