মোঃ ইব্রাহিম হোসেনঃ গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না সবচেয়ে জনপ্রিয় পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলামের।
এরপর ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন সবচেয়ে জনপ্রিয় পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, প্রিয় ফেইসবুক বন্ধুরা, আপনারা যাঁরা আমার বন্ধু তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ মনে করেন তাঁরা নিঃশব্দে বিদায় নিতে পারেন। সবার জন্য নিরন্তর শুভকামনা।
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়। অন্তর্বর্তী সরকার অনেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। তার মধ্যে মনিরুল ইসলামও আছেন। গত ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হওয়া একটি প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানোর বিষয়টি জানানো হয়। সরকার পতনের পর থেকেই মনিরুল ইসলামের খোঁজ মিলছিল না। এর মধ্যে আজ ফেসবুকে স্ট্যাটাস দিলেন তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা মনিরুল শেখ হাসিনা সরকারের আমলে পুলিশে সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত ছিলেন।
১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মনিরুল। তিনি গোয়েন্দা শাখায় ৯ বছর এবং স্পেশাল ব্রাঞ্চে দুই বছর দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।
২০২১ সালের ১৪ মার্চ পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান থেকে মনিরুলকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়।