এস কে কাদের ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ইউনিয়ন পরিষদ চত্তরে এ আয়োজন করা হয়। এসময় ১৪ নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যনের মোঃ পারভেজ মাসুদ লিল্টন এর সভাপত্বিতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমানন্ডেট গোলাম মোস্তফা (লোটন) ।
এছড়াও উপস্থিত ছিলেন ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিত্য গোপাল ( মাষ্টার) সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস সহ আরো অনেকে ।অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস । আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে গুরত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় ।
পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার সকল শ্রেণীর মানুষ সাংস্কৃতিক গান উপভোগ করেন। এবং প্রতি বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সহ মনোঙ্গ সাংস্কৃতিক উদযাপন হয় সবাই সেই আশা ব্যাক্ত করেন।