January 24, 2025, 12:09 pm
শিরোনামঃ
আরাফাত রহমান কোকোর কবরে মোহাম্মদপুর থানা বিএনপির শ্রদ্ধা আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে সাখাওয়াত হোসেন নান্নুর গভীর শ্রদ্ধাঞ্জলি বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটা ১/১১ সরকার চাইছে: নাহিদ ইসলাম ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচনঃ ইসি আব্দুর রহমানেল মাছউদ দেশে আমরা জিয়াবাদ, মুজিববাদ চাই নাঃ নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকীতে শুক্কুর মাহমুদের গভীর শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন শাহিদুর রহমান সন্টু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : Thursday, November 25, 2021
  • 188 Time View

মোঃ ইব্রাহিম হোসেনঃ ঝিনাইদহ সদর উপজেলার ৫ নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, বিশিষ্ট সাংবাদিক ও লেখক, সমাজসেবক এবং মানবতার ফেরীওয়ালা শাহিদুর রহমান সন্টু।ঝিনাইদহ রির্টানিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা খাস খবর বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

সরেজমিনে খোজ নিয়ে জানা যায়, ইউনিয়নের প্রতিটি গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যাক্তিগত ইমেজ তৈরি করে তুলেছেন তিনি। নির্বাচনী মাঠে তরুণ প্রার্থী হিসাবে সাড়া জাগানো আলোড়ন সৃষ্টি করেছেন শাহিদুর রহমান সন্টু।

বর্তমান বৈশ্বিক করোনা মহামারী চলাকালীন সময়ে প্রথম যখন দেশের সাধারন মানুষের মাঝে এক আতঙ্কের তৈরি হয়েছিল ঠিক তখনই ইউনিয়নের তৃণমুল পর্যায়ের কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবী অসহায় সাধারণ গরিব পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন শাহিদুর রহমান সন্টু। শুধু তাই নয় নিজ এলাকার হাটবাজারে জনসচেতনতা মূলক প্রচারণাসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে হাত পরিস্কার করার সাবান, ডেটল ও ভাইরাস ধ্বংস করার জন্য স্প্রে,হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন তিনি। এসব সেবামূলক কর্মকান্ড পরিচালনা করা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার মাধ্যমে এলাকায় সকলের চেয়ে পরিচিতি লাভ করেছেন তিনি।

শাহিদুর রহমান সন্টু নির্বাচিত হলে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও যুগোপযোগী ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি একজন প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ পরিবারের সন্তান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ।

এ ব্যাপারে শাহিদুর রহমান সন্টু খাস খবর বাংলাদেশকে বলেন, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার বেকার যুবকদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাদক একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই মাদক ও দুর্নীতি মুক্ত ডিজিটাল ইউনিয়ন গড়ার মাধ্যমে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। আমি আশাবাদী ইউনিয়নের উন্নয়নে জনগণ আমাকে ভোট দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিবেন।

তিনি আরো বলেন, আমি বিজয়ী হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নপূরণে মাদক, দূর্ণীতি, জুয়া, দারিদ্র্য মুক্ত ইউনিয়ন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুর রহমান সন্টু।

শাহিদুর রহমান সন্টু বলেন, আমি বিজয়ী হলে গ্রামের ধনী/দরিদ্রর বৈষম্য দূর করে কৃষিবিপ্লবের বিকাশ, কুটিরশিল্প, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে তোলাসহ জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল পরিবর্তন করে একটি ডিজিটাল ও আধুনিক ইউনিয়ন গড়ব ইনশাআল্লাহ

উল্লেখ্য চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ২০২১ রোজ রবিবার ঝিনাইদহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে।

শেয়ার করুন
More News Of This Category
ডিজাইনঃ নাগরিক আইটি ডটকম
themesba-lates1749691102